কল্যাণপুর গার্লস স্কুল ও কলেজ একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এটি মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান। যুগোপযোগী সকল প্রকার আধুনিক সুবিধার মধ্যে থেকে মেয়েরা এখানে প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশুনা করছে। প্রতিষ্ঠানটি মিরপুরের কল্যাণপুর এলাকার একটি নির্মল ও মনোমুগ্ধকর অঙ্গনে ২.১৩ একর জমির উপর অবস্থিত। এখানে একদিকে রয়েছে রাজধানী শহরের সার্বিক সুবিধাদি অপরদিকে রয়েছে সবুজাভ গাছের নির্মল পরিবেশ। প্রতিষ্ঠানটির পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক এবং প্রায় প্রতিবছর উ্ল্লেখযোগ্য সংখ্যক জিপিএ ৫.০০ সহ ১০০% পাশ করে থাকে। ১৯৭২ সালে স্কুল শাখা স্থাপনের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। অতঃপর ১৯৯৩ সালে অত্র প্রতিষ্ঠানে কলেজ শাখার যাত্রা শুরু হয়। এখানে রয়েছে প্রয়োজনীয় সংখ্যক অভিজ্ঞ শিক্ষক, যাঁদের আন্তরিক প্রচেষ্টা আর সুশৃঙ্খল প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলোতে মিরপুর থানায় ১ম স্থান অধিকার করার কৃতিত্ব অর্জনসহ ১০০% পাশের ধারাবাহিকতা তৈরি হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাশরুমসহ সুপ্রশস্ত শ্রেণিকক্ষ, আইসিটি ল্যাব, বিষয়ভিত্তিক গবেষণাগার, শিশুদের জন্য মিনিপার্ক, খেলাধুলার জন্য বিশাল মাঠ, ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার এসব অবকাঠামোগত পূর্ণতার সাথে নিয়মিত আন্তঃ ও জাতীয় পর্যায়ের সহপাঠ কার্যক্রম প্রতিষ্ঠানটিকে ঢাকা শিক্ষা বোর্ডের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করেছে।
কল্যাণপুর গার্লস স্কুল ও কলেজ একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এটি মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান। যুগোপযোগী সকল প্রকার আধুনিক সুবিধার মধ্যে থেকে মেয়েরা এখানে প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশুনা করছে।
Contact usWorking ours
© Copyright 2020 , All Rights Reserved
Powered by ODHYYON, A product of ADDIE Soft Ltd.